
এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত মো. এমরান (৩২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি টিম। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে রাউজান থানায় সোপর্দ করা হলে পুলিশ চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, গত মঙ্গলবার বিকেলে র্যাবের একটি দল এমরানকে চট্টগ্রাম নগরীর পাঁচালাইশ থেকে গ্রেপ্তার করে। ডাকাত দলের সদস্য এমরান রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের হাজী মনির আহমদে বাড়ির আবু তাহেরের ছেলে।