এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান এয়াছিন নগর চৌধুরী বটতল শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে ২য় তম সুন্নী কনফারেন্স ও দাওয়াতুল খাইর মাহফিল শনিবার রাতে চৌধুরী বটতলে অনুষ্টিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান এয়াছিন নগর চৌধুরী বটতল শাখার উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও দাওয়াতুল খাইর সম্পাদক মোঃ জাফরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন কাটিরহাট মপিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেযভী। দাওয়াতুল খাইর মাহফিল পরিচালনা করেন মাওলানা এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহছান হাবিব চৌঃ,প্যানেল চেয়ারম্যান তহিদুল আনোয়ার বাবুল। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা হাবিবুল আযম,শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী।
উপস্থিত ছিলেন শাখার সেক্রেটারী মোঃ সালাউদ্দিন, মোঃ হেলাল, মোঃ হারুন, মোঃ রায়হান, মোঃ আরমান, মোঃ আসিফ, মোঃ আকিব, মোঃ সাহেদ, মোঃ আবছার, মোঃ তৌফিক, মোঃ জিসান, মোঃ জিহাদ, মোঃ রিমন, মোঃ মুন্না, মোঃ মিনহাজ প্রমুখ।
একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, ফরজ নামাজ ৫ ওয়াক্ত আদায় করতে হবে, মা-বাবার খেদমত করতে হবে, আলেম ওলামাদের সর্বোচ্চ সম্মান করতে হবে, মুরুব্বিদের সম্মান করতে হবে। তিনি বলেন, গাউছিয়া কমিটির করোনাকালীন সেবা দেশ পেরিয়ে বহিবিশ্বেও সুনাম অর্জন হয়েছে। তিনি আরো বলেন গরিব অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণ কাজে সকল যুবকদের এগিয়ে আসতে হবে। আলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেযভী বলেন সু-সম যাকাত বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব। এতে এগিয়ে আসতে হবে বিত্তবানদের। লোক দেখানো যাকাত বন্টন সমাজ থেকে দূর করে মানুষের কল্যাণ হয় এমন যাকাত প্রদান করতে হবে। যাতে একজন দরিদ্র সাবলম্বী হয়ে সে যেন নিজেই যাকাত দিতে পারে। মিলাদ পরিবেশন করেন শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী। মোনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেযভী (মা.জি.আ)। পরে সকলের মাঝে তাবরুক বিতরন করা হয়।
বা/খ: এসআর।