ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবেন এরশাদ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মো: হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেমতপুর রৌহা গ্রামের বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জে,সি এগ্রো র্ফামের প্রতিষ্টাতা এরশাদ উদ্দিন আসন্ন পবিত্র মাহে রমজান মাস জুড়ে সর্বসাধারণের কাছে প্রতি লিটার ১০ টাকা করে দুধ বিক্রি করার ঘোষণা দিয়েছেন। তিনি উপস্থিত থেকে পহেলা রমজানে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করবেন। যে কোন এলাকার মানুষ তাঁর খামার থেকে ১০ টাকা করে সর্বোচ্চ এক লিটার দুধ ক্রয় করতে পারবেন। গত রমজানেও তিনি এ সেবা প্রদান করেছেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়,  ২ মেট্রিকটন দুধ ১০ টাকা কেজি দরে সাধারন জনগণের কাছে বিক্রয় করা হবে । এরশাদ উদ্দিন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে, সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। সেবার মানসে নিজ এলাকায় জে, সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ গাভীসহ মোট ৪০০টি গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি গাভী দুধ দিচ্ছে।
খামারের কর্মচারীর সাথে কথা হলে বাংলা খবরের এ প্রতিনিধিকে বলেন, প্রতিদিন আমাদের খামার থেকে ৭০-৭৫ লিটার দুধ উৎপাদিত হয় । সেটার বড় একটি অংশ ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন র্ফামের মালিক।
শিক্ষানুরাগী এরশাদ উদ্দিন বাংলা খবরকে বলেন, রমজান মাস শুরু হলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায় এবং দুধের মূল্য বেড়ে যায়,  হাট-বাজারে এক কেজি দুধ ৮০-৯০ টাকায় বিক্রি হয়। তখন গ্রামের গরীব মানুষেরা দুধ ক্রয় করতে পারে না। এ বিষয়টা চিন্তা করেই খেটে খাওয়া মানুষদের  জন্য নামমাত্র ১০ টাকা মূল্যে ১ লিটার করে জনপ্রতি দুধ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম রমজান থেকে আমাদের এ কার্যক্রম শুরু হয়ে চলবে রমজানের শেষ দিন পর্যন্ত তিনি আরও বলেন, গত রমজানে একমেট্রিক টন দুধ ১০ টাকা লিটার প্রতি বিক্রি করেছিলাম। এবার ২ মেট্রিকটন দুধ ১০ টাকা লিটার দরে বিক্রি করবো। সে হিসেবে দৈনিক ৬০ থেকে ৬৫ জন ১০ টাকা দরে দুধ কিনতে পারবেন।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবেন এরশাদ 

আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
মো: হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেমতপুর রৌহা গ্রামের বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জে,সি এগ্রো র্ফামের প্রতিষ্টাতা এরশাদ উদ্দিন আসন্ন পবিত্র মাহে রমজান মাস জুড়ে সর্বসাধারণের কাছে প্রতি লিটার ১০ টাকা করে দুধ বিক্রি করার ঘোষণা দিয়েছেন। তিনি উপস্থিত থেকে পহেলা রমজানে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করবেন। যে কোন এলাকার মানুষ তাঁর খামার থেকে ১০ টাকা করে সর্বোচ্চ এক লিটার দুধ ক্রয় করতে পারবেন। গত রমজানেও তিনি এ সেবা প্রদান করেছেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়,  ২ মেট্রিকটন দুধ ১০ টাকা কেজি দরে সাধারন জনগণের কাছে বিক্রয় করা হবে । এরশাদ উদ্দিন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে, সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। সেবার মানসে নিজ এলাকায় জে, সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ গাভীসহ মোট ৪০০টি গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি গাভী দুধ দিচ্ছে।
খামারের কর্মচারীর সাথে কথা হলে বাংলা খবরের এ প্রতিনিধিকে বলেন, প্রতিদিন আমাদের খামার থেকে ৭০-৭৫ লিটার দুধ উৎপাদিত হয় । সেটার বড় একটি অংশ ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন র্ফামের মালিক।
শিক্ষানুরাগী এরশাদ উদ্দিন বাংলা খবরকে বলেন, রমজান মাস শুরু হলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায় এবং দুধের মূল্য বেড়ে যায়,  হাট-বাজারে এক কেজি দুধ ৮০-৯০ টাকায় বিক্রি হয়। তখন গ্রামের গরীব মানুষেরা দুধ ক্রয় করতে পারে না। এ বিষয়টা চিন্তা করেই খেটে খাওয়া মানুষদের  জন্য নামমাত্র ১০ টাকা মূল্যে ১ লিটার করে জনপ্রতি দুধ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম রমজান থেকে আমাদের এ কার্যক্রম শুরু হয়ে চলবে রমজানের শেষ দিন পর্যন্ত তিনি আরও বলেন, গত রমজানে একমেট্রিক টন দুধ ১০ টাকা লিটার প্রতি বিক্রি করেছিলাম। এবার ২ মেট্রিকটন দুধ ১০ টাকা লিটার দরে বিক্রি করবো। সে হিসেবে দৈনিক ৬০ থেকে ৬৫ জন ১০ টাকা দরে দুধ কিনতে পারবেন।
বা/খ: এসআর।