ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রংপুরে সংস্কৃতিকর্মীদের মোমবাতি প্রজ্বালন

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও শিক্ষার্থীসহ জনসাধারণের ওপর হামলা, গুলিবর্ষণ, মামলা, নির্যাতন এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে ‘আলোর দ্রোহ’ করেছেন রংপুরের সংস্কৃতিকর্মীরা। এতে সংস্কৃতিকর্মীরা ছাড়াও শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহীদ বেদিতে অবস্থান নিয়ে সংস্কৃতিকর্মী ও আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গ্রেফতার হওয়া সকল শিক্ষার্থীসহ নিরীহ মানুষের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমনপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, উসকানিমূলক মন্তব্য প্রদানকারী এমপি-মন্ত্রীদের পদত্যাগ ও প্রাণহানির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আন্দোলনকারীরা মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করেন। শেষে শহীদ মিনার চত্বরে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। রোববার আবারও একই স্থানে বিকাল ৪টায় সবাইকে উপস্থিত থাকার ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

রংপুরে সংস্কৃতিকর্মীদের মোমবাতি প্রজ্বালন

আপডেট সময় : ১০:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও শিক্ষার্থীসহ জনসাধারণের ওপর হামলা, গুলিবর্ষণ, মামলা, নির্যাতন এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে ‘আলোর দ্রোহ’ করেছেন রংপুরের সংস্কৃতিকর্মীরা। এতে সংস্কৃতিকর্মীরা ছাড়াও শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহীদ বেদিতে অবস্থান নিয়ে সংস্কৃতিকর্মী ও আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গ্রেফতার হওয়া সকল শিক্ষার্থীসহ নিরীহ মানুষের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমনপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, উসকানিমূলক মন্তব্য প্রদানকারী এমপি-মন্ত্রীদের পদত্যাগ ও প্রাণহানির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আন্দোলনকারীরা মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করেন। শেষে শহীদ মিনার চত্বরে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। রোববার আবারও একই স্থানে বিকাল ৪টায় সবাইকে উপস্থিত থাকার ঘোষণা দেওয়া হয়।