মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি :
শারমিন আক্তার শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ বান্দরবানে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কারাতে ইভেন্টের ৫০ কেজি কুমিতে অংশগ্রহণ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে । সে শেখ কামাল ২য় যুব গেমস ২০২৩ জাতীয় পর্যায়ে কারাতে ইভেন্টের ৫০ কেজি কুমিতে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবে।
শারমিন চট্টগ্রাম বন্দর ক্রীড়া কমপ্লেক্সের একজন কারাতে প্রশিক্ষণার্থী। তার বাবা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নৌ -বিভাগে কর্মরত। তার এই সাফল্যে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান,বন্দর ক্রীড়া কমপ্লেক্সের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও প্রশিক্ষক সেনসি এ বি রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বা/খ; এসআর।