যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট
- আপডেট সময় : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ৪২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ার্টেং সরে যাওয়ার পরে সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন।
গতকাল শুক্রবার ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, অর্থবিহীন ট্যাক্স কমানোর ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পরে কোয়ার্টেংকে তার পদ থেকে সরে যেতে বলা হয়। কোয়ার্টেং একটি চিঠিতে কাউন্টির জন্য ট্রাসের অর্থনৈতিক দৃষ্টির সমর্থন করেছেন এবং বলেছেন যে তিনি তাকে ব্যাকবেঞ্চ থেকে সমর্থন করতে থাকবেন।
এদিকে হান্ট এর আগে দু’বার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বের দৌড়ে নেমে সফল হতে পারেননি। একবার তিনি বরিস জনসনের কাছে হেরে যান এবং পরেরবার দলের নেতৃত্বের প্রতিযোগিতায় প্রথম দফার ভোটেই হেরে বাদ পড়েন।
শেষ পর্যন্ত কনজারভেটিভ দলের নেতৃত্বে জয়ী হয়ে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। ওই প্রতিযোগিতায় ট্রাসের প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন জেরেমি হান্ট।
এর আগে হান্ট যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রীও ছিলেন। এ বছর নিয়োগ পাওয়া যুক্তরাজ্যের চতুর্থ অর্থমন্ত্রী হলেন তিনি।