নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহ আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলামিন (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় আফসানা বেগম জানান, শাহ আলম একটি কারখানায় কাজ করতেন। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর থানায়। তার বাবার নাম আব্দুল মান্নান। যাত্রাবাড়ী ধলপুর সিটি পল্লী বস্তিতে থাকতেন শাহ আলম।
নিহতের প্রতিবেশী রিয়ান জানান, সিটি করপোরেশনের লোকজনের বস্তি ভাঙ্গার কথা ছিল। কিন্তু আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম। আজকে বস্তি ভাঙার সময় বস্তির মাঝে ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শাহ আলম ও আলামিন অচেতন হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন ও আলামিনকে ভর্তি করা হয়েছে। আলামিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।