যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ৪১৭ বার পড়া হয়েছে

রোকনুজ্জামান,চৌহালী :
ইলিশের প্রজনন মৌসুমে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিল একদল জেলে। সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২” এর নিয়মিত টহলে যমুনার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেন তারা।
উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, থানার নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের সাথে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যান। তবে তাদের ফেলে রাখা মা ইলিশ ৭ কেজি ও ১৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে যমুনা নদীর ঘাটে মৎস্য, নৌ পুলিশ ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জব্দ হওয়া সেসব জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয় এবং মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করেন বলেও জানান । এসময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন, নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক রিপন প্রধান প্রমুখ ৷ এদিকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেন নৌ-পুলিশের উপ-পরিদর্শক শামছুল আলম ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ৷
