এম.পলাশ শরীফ, প্রতিনিধি বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় পৌর পার্কে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক শেখ আব্দুস সবুর।
উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন, যুগ্ম আহবাক অ্যাড. আফরোজুল ইসলাম, শিকদার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইখতিয়ার হোসেন দিলাল, কৃষক লীগ আহবায়ক মো. আবুল কালাম আজাদ, মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ সাধারন সম্পাদক মো. আল আমিন শেখ প্রমূখ।
২০ মার্চ বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সম্মেলনকে সামনে রেখে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ নবগঠিত পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক পদে এস,এম কবির হোসেন এমদাদ ও সদস্য সচিব পদে কামাল শেখের নাম ঘোষণা করেন।
বা/খ: এসআর।