সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

মোরেলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

এম.পলাশ শরীফ, বাগেরহাট: 
বাগেরহাটের মোরেলগঞ্জে  বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষের ২ জন আহত। ঘটনাটি ঘটেছে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 জানা গেছে, ফারুক শেখের সাথে সাংবাদিক স্বপন মাহমুদের সাথে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে হামলায় উভয় পক্ষের  ২ জন গুরুত্বর জখম হয়।
এ ঘটনায় গুরুত্বর জখমীরা হলেন আব্দুল জলিল শেখ (৪০) ও সাংবাদিক স্বপন মাহমুদ (৬৫)। আহত আব্দুল জলিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্বপন মাহমুদে প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি রয়েছে।
এ বিষয়ে ফারুক শেখ জানান, আমাদের বসতবাড়ির চলাচলের একমাত্র এ রাস্তা স্বপন মাহমুদের পিতা শওকত আলী খানের সম্মতিতে ২০/২৫ বছর পূর্বে  রাস্তাটি সকলের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। হঠাৎ স্বপন মাহমুদ ও আব্দুল কুদ্দুস খান রাস্তা কেটে পথ বন্ধ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আমাদের ওপর লোকজন নিয়ে হামলা করে। এতে আব্দুল জলিল গুরুত্বর জখম হয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
অপরদিকে স্বপন মাহমুদের ভাই আব্দুল কুদ্দুস খান বলেন, আমাদের জমিতে বসতঘর করতে গেলে ফারুকের নেতৃত্বে আমার ভাই স্বপন মাহমুদ ও আমার ওপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে  বর্তমানে খুলনা মেডিকেলে ভর্তি রয়েছে।
পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ বলেন, আমার জানা মতে ওই জমি শওকত আলী খানের। রাস্তাটি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পরিষদে অভিযোগ হলে উভয় পক্ষকে নিয়ে বসা হলে  সমঝোতায় না আশায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
বা/খ : এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *