ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির রোমাঞ্চকর জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল পিএসজি। সব মিলিয়ে তিনবার জাল কাঁপিয়ে ফরাসি জায়ান্টদের চমকে দেয় উজ্জীবিত তোয়া। তবে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা। লিওনেল মেসি একটি গোল করলেন, বানিয়ে দিলেন আরেকটি। শনিবার (২৯ অক্টোবর) ট্রয়েসের বিপক্ষে ৪-৩ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে লক্ষ্যভেদ করেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও।

পিএসজি নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচের তৃতীয় মিনিটেই। পার্ক দেস প্রিন্সেসে হাজির দর্শকদের স্তব্ধ করে দেওয়ার কাজটা করেন মামা বালদে। পিছিয়ে পড়ে এরপর পিএসজি মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ত্রয়ে রক্ষণে।

২৪ মিনিটে তার ফলটাও পেয়ে যায় দলটি। নেইমারের পাস থেকে গোলটা করেন কার্লোস সোলের, পিএসজির জার্সিতে এটি তার প্রথম লিগ গোল। এরপর আরও আক্রমণ করেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি পিএসজি। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া দলটিকে দ্বিতীয়ার্ধে আবারো এক ধাক্কা দেন সেই মামা বালদে। ৫২ মিনিটে গোলটা হজম করে অবশ্য পিএসজি প্রতিক্রিয়া দেখাতে খুব বেশি একটা সময় নেয়নি।

দ্বিতীয়ার্ধে সাত মিনিটে আবার ট্রয়েসকে লিড এনে দেন বালদে। অফসাইডের বাঁশি না বাজলে হ্যাটট্রিক হয়ে যেতো তার। কিন্তু তাদের উদযাপন বেশিক্ষণ থাকেনি। মেসি পিএসজিকে স্বস্তি এনে দেন।

৫৫ মিনিটে সার্জিও রামোসের বল বক্সের অনেক বাইরে পান মেসি, পেয়েই করে বসেন শট। সেটা গিয়ে আছড়ে পড়ে ত্রয়ের জালে। এর মিনিট ছয়েক পর আবারও মেসি জাদু, এবার অবশ্য গোল করেননি, করিয়েছেন। মাঝমাঠে বল নিয়ে পাসের অপশন খুঁজছিলেন, চকিতেই দেখতে পেলেন শেষ ডিফেন্ডারের সঙ্গে নেইমারের উপস্থিতি; ব্যস, তার এক রক্ষণচেরা পাসে ভেঙে ছত্রখান ত্রয়ের প্রতিরোধ, বল গিয়ে পড়ে নেইমারের পায়ে। ব্রাজিল তারকা গোল করতে ভুল করেননি, পিএসজিও এগিয়ে যায় ম্যাচে প্রথমবারের মতো।

৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপে, ফলে ম্যাচটা সফরকারীদের নাগাল থেকে দূরে নিয়ে যায় পিএসজি। তাই শেষ সময়ে আনতে পালাভের্সার গোলে ব্যবধানটাই কেবল কমেছে, জয়, কিংবা নিদেনপক্ষে ড্র করা সম্ভব হয়নি ত্রয়ের।

এই জয়ে লিগ ওয়ান টেবিলে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। লেন্স সমান খেলে ৩০ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী।

 

নিউজটি শেয়ার করুন

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির রোমাঞ্চকর জয়

আপডেট সময় : ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল পিএসজি। সব মিলিয়ে তিনবার জাল কাঁপিয়ে ফরাসি জায়ান্টদের চমকে দেয় উজ্জীবিত তোয়া। তবে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা। লিওনেল মেসি একটি গোল করলেন, বানিয়ে দিলেন আরেকটি। শনিবার (২৯ অক্টোবর) ট্রয়েসের বিপক্ষে ৪-৩ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে লক্ষ্যভেদ করেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও।

পিএসজি নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচের তৃতীয় মিনিটেই। পার্ক দেস প্রিন্সেসে হাজির দর্শকদের স্তব্ধ করে দেওয়ার কাজটা করেন মামা বালদে। পিছিয়ে পড়ে এরপর পিএসজি মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ত্রয়ে রক্ষণে।

২৪ মিনিটে তার ফলটাও পেয়ে যায় দলটি। নেইমারের পাস থেকে গোলটা করেন কার্লোস সোলের, পিএসজির জার্সিতে এটি তার প্রথম লিগ গোল। এরপর আরও আক্রমণ করেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি পিএসজি। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া দলটিকে দ্বিতীয়ার্ধে আবারো এক ধাক্কা দেন সেই মামা বালদে। ৫২ মিনিটে গোলটা হজম করে অবশ্য পিএসজি প্রতিক্রিয়া দেখাতে খুব বেশি একটা সময় নেয়নি।

দ্বিতীয়ার্ধে সাত মিনিটে আবার ট্রয়েসকে লিড এনে দেন বালদে। অফসাইডের বাঁশি না বাজলে হ্যাটট্রিক হয়ে যেতো তার। কিন্তু তাদের উদযাপন বেশিক্ষণ থাকেনি। মেসি পিএসজিকে স্বস্তি এনে দেন।

৫৫ মিনিটে সার্জিও রামোসের বল বক্সের অনেক বাইরে পান মেসি, পেয়েই করে বসেন শট। সেটা গিয়ে আছড়ে পড়ে ত্রয়ের জালে। এর মিনিট ছয়েক পর আবারও মেসি জাদু, এবার অবশ্য গোল করেননি, করিয়েছেন। মাঝমাঠে বল নিয়ে পাসের অপশন খুঁজছিলেন, চকিতেই দেখতে পেলেন শেষ ডিফেন্ডারের সঙ্গে নেইমারের উপস্থিতি; ব্যস, তার এক রক্ষণচেরা পাসে ভেঙে ছত্রখান ত্রয়ের প্রতিরোধ, বল গিয়ে পড়ে নেইমারের পায়ে। ব্রাজিল তারকা গোল করতে ভুল করেননি, পিএসজিও এগিয়ে যায় ম্যাচে প্রথমবারের মতো।

৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপে, ফলে ম্যাচটা সফরকারীদের নাগাল থেকে দূরে নিয়ে যায় পিএসজি। তাই শেষ সময়ে আনতে পালাভের্সার গোলে ব্যবধানটাই কেবল কমেছে, জয়, কিংবা নিদেনপক্ষে ড্র করা সম্ভব হয়নি ত্রয়ের।

এই জয়ে লিগ ওয়ান টেবিলে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। লেন্স সমান খেলে ৩০ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী।