রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি : মেয়র আতিক

মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : 

মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরে পল্লবী সিটি ক্লাব মাঠে মিরপুর মুক্তির উৎসব-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই শহর পেয়েছি। আমাদের প্রত্যেককে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুস্থ নগরী রেখে যেতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সাংস্কৃতিক চর্চা আমাদের জীবনের অংশ। মিরপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুরোধ করছি আমাকে জায়গার সন্ধান দিন। কোথাও অবৈধ দখল হওয়া জমি থাকলে আমাদের জানান। মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দেব।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও মিরপুর তখনো মুক্ত হতে পারেনি। পুরো মিরপুর মুক্তি লাভ করে ৩১ জানুয়ারি। মিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। যুদ্ধকালীন সময় থেকেই মিরপুরে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো। এখানে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে। রয়েছে অনেক সাংস্কৃতিক সংগঠন। বাঙালি জাতি খেলা প্রিয়, সংগীত প্রিয় ও সংস্কৃতি প্রিয় জাতি’ উল্লেখ করে মেয়র আতিক বলেন, ‘ছেলে-মেয়েদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য আমরা মাঠ ও পার্ক নির্মাণ করছি। কিছুদিন আগে মিরপুর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠটি জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ দখল থেকে উদ্ধার করেছি। খাল উদ্ধার করেছি। দখলদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। কেউ আর অবৈধভাবে মাঠ ও খাল দখল করে রাখতে পারবে না। দখল ও দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মিরপুরের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, এক সময় মিরপুর অবহেলিত ছিল। বর্তমানে মিরপুরে মেট্রো রেলসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। কালশীতে ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। দ্রুতই এটি উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কাজ চলমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *