ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মীরসরাইয়ে মেলকুম গিরিপথে প্রবেশ না করতে বনবিভাগের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি //
মীরসরাইয়ে মনোরম পাহাড়ি ঝরনা ও গিরিখাতের জন্য দেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে ঝরনা ও গিরিখাত দেখতে এসে পর্যটকদের হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে প্রায়ই। মীরসরাইয়ে ভয়াবহ মেলকুম গিরিপথে পর্যটকরা প্রবেশ না করতে বিভিন্ন সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদান করছে বনবিভাগের কর্মকর্তরা।
সোমবার (১৫ মে) দুপুরে মেলকুম গিরিপথে গিয়ে দেখা যায়, কয়েকজন বনবিভাগের কর্মকর্তা পর্যটকদের মেলকুম গিরিপথে যাওয়ার জন্য নিষেধ করে। কেউ কেউ শুনলেও অনেক পর্যটক অন্য সড়ক ব্যবহার করে মেলখুম গিরিপথে পৌঁছাচ্ছে। পাহাড়ের মধ্যে বনবিভাগের বিভিন্ন ব্যানার পেষ্টুনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, এটি সম্পূর্ণ রিজার্ভ বনভূমি। বিপদজনক এই ঝরনাটি মেলকুম নামে পরিচিত। অনেক পর্যটক পথ হারিয়ে জাতীয় সেবা ৯৯৯ কল দিয়ে উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসন ।
স্থানীয় মোখন মিয়া বলেন, এটি অনেক ভয়াবহ পথ। ছোটবেলায় আমরা এই চরার পানিতে মাছ শিকার করতাম। মেল লতা দিয়ে চরায় বাঁধ দিলে অনেক মাছ পাওয়া যেতো তখন। তিনি আরো বলেন, ‘এই পথে জ্বীন জাতিরা বসবাস করতেন। উল্টা পাল্টা চলাচল করলে অনেক মানুষ দিশেহারা হয়ে যেতো।’
এই বিষয়ে মীরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহ নেওয়াজ নওশাদ বলেন, ‘এটি বনবিভাগের রিজার্ভ জায়গা। যাহা জনসাধারণ প্রবেশ নিষেধ থাকলেও কেউ তা মানতেছেনা। আমরা বিভিন্ন সময় ব্যানার পেষ্টুন সর্তকীকরণ বিজ্ঞপ্তি লেখা দিয়ে সর্তক করছি। বিট কর্মকর্তারা সব সময় পর্যটকদের মেলকুম গিরিপথে যাওয়ার জন্য নিষেধ করতেছে।’
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

মীরসরাইয়ে মেলকুম গিরিপথে প্রবেশ না করতে বনবিভাগের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
// মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি //
মীরসরাইয়ে মনোরম পাহাড়ি ঝরনা ও গিরিখাতের জন্য দেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে ঝরনা ও গিরিখাত দেখতে এসে পর্যটকদের হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে প্রায়ই। মীরসরাইয়ে ভয়াবহ মেলকুম গিরিপথে পর্যটকরা প্রবেশ না করতে বিভিন্ন সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদান করছে বনবিভাগের কর্মকর্তরা।
সোমবার (১৫ মে) দুপুরে মেলকুম গিরিপথে গিয়ে দেখা যায়, কয়েকজন বনবিভাগের কর্মকর্তা পর্যটকদের মেলকুম গিরিপথে যাওয়ার জন্য নিষেধ করে। কেউ কেউ শুনলেও অনেক পর্যটক অন্য সড়ক ব্যবহার করে মেলখুম গিরিপথে পৌঁছাচ্ছে। পাহাড়ের মধ্যে বনবিভাগের বিভিন্ন ব্যানার পেষ্টুনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, এটি সম্পূর্ণ রিজার্ভ বনভূমি। বিপদজনক এই ঝরনাটি মেলকুম নামে পরিচিত। অনেক পর্যটক পথ হারিয়ে জাতীয় সেবা ৯৯৯ কল দিয়ে উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসন ।
স্থানীয় মোখন মিয়া বলেন, এটি অনেক ভয়াবহ পথ। ছোটবেলায় আমরা এই চরার পানিতে মাছ শিকার করতাম। মেল লতা দিয়ে চরায় বাঁধ দিলে অনেক মাছ পাওয়া যেতো তখন। তিনি আরো বলেন, ‘এই পথে জ্বীন জাতিরা বসবাস করতেন। উল্টা পাল্টা চলাচল করলে অনেক মানুষ দিশেহারা হয়ে যেতো।’
এই বিষয়ে মীরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহ নেওয়াজ নওশাদ বলেন, ‘এটি বনবিভাগের রিজার্ভ জায়গা। যাহা জনসাধারণ প্রবেশ নিষেধ থাকলেও কেউ তা মানতেছেনা। আমরা বিভিন্ন সময় ব্যানার পেষ্টুন সর্তকীকরণ বিজ্ঞপ্তি লেখা দিয়ে সর্তক করছি। বিট কর্মকর্তারা সব সময় পর্যটকদের মেলকুম গিরিপথে যাওয়ার জন্য নিষেধ করতেছে।’
বা/খ: এসআর।