মিজোরামে পাথর খনি ধসে ৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ৪১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মিজোরামে পাথর খনি ধসে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো ১২ শ্রমিক ভেতরে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে দু’জন অফিসার ও ১৩ জন শ্রমিক নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল গঠন করা হয়েছে। এর আগে সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মিজোরামের নাথিয়াল জেলার মৌদারহ এলাকায় এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক পাথরের খনিতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এএনআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে বলে জানা যায়।
এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে আটকে পড়া ১২ জনের মধ্যে চারজন কর্মচারী এবং আটজন ঠিকাদার কর্মচারী।
নাথিয়াল জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার সাইজিকপু সংবাদসংস্থা এএনআই-কে জানান, লাশগুলোর ময়নাতদন্তের পরে তাদের পরিচয় শনাক্ত করা হবে। সূত্র : ইউএনবি।