মালদ্বীপে অভিবাসীদের ভিসা বাতিল করে দিচ্ছে মালিকপক্ষ
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৫২৯ বার পড়া হয়েছে

মালদ্বীপ থেকে ছুটিতে দেশে গিয়ে কর্মস্থলে ফিরতে পারছেন না অনেক প্রবাসী। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে, কারণ মালিকপক্ষ কোম্পানি ও এজেন্সিগুলোর ভিসা বাতিল করে দিচ্ছেন। সোমবার (২০ নভেম্বর) এমন পাঁচ জন বাংলাদেশিসহ ৯ জন অভিবাসী শ্রমিক দেশে ফিরে গেছেন মালদ্বীপ এয়ারপোর্ট থেকে। বাংলাদেশিরা ১৯ নভেম্বর রাতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে মালদ্বীপ এসেছিলেন।
উল্লেখ্য ভুক্তভোগীরা বলেন, করোনার সময় থেকে এখন পর্যন্ত মালিকপক্ষ, কোম্পানি ও এজেন্সি গুলো শ্রমিকদের না জানিয়ে এমনভাবে ভিসা বাতিল করে দিচ্ছে। কোনও কারণ ছাড়াই অনেক প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল করেছে- এমন অভিযোগ প্রবাসীদের। মালদ্বীপ প্রবাসীরা বলেছেন, এয়ারপোর্ট থেকে দেশে ফিরে যেতে হচ্ছে কেন শ্রমিকরা কিছুই জানেন না। মালিকপক্ষ কিংবা কোম্পানিগুলো যেন এমন আচরণ থেকে বিরত থাকে, এজন্য মালদ্বীপে বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মালদ্বীপ থেকে ছুটিতে দেশে যাওয়ার পরে অভিবাসীদের ভিসা বাতিল করে দিচ্ছে মালিকপক্ষ- কোম্পানি এবং এজেন্সিগুলো এমন অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনার মিশনে যোগাযোগ করা হলে মিশনের কাউন্সেলর (শ্রম) সোহেল পারভেজ বলেন, অনেকেই এজেন্সি থেকে ভিসা নিচ্ছেন। তাই এজেন্সিগুলো দেশে যাওয়ার পরে অনেক সময় এমন করতে পারে। তবে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করলে খোঁজ নিবো।
বাখ//আর