ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন রাজিবুল ইসলাম

এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে ’২০২৩ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন শিবচর ইউএনও মো. রাজিবুল ইসলাম।

রোববার (১৭ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা- কর্মচারী, ব্যাক্তি ও ব্যাক্তি প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলামকে শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়।

জানা যায়, ২০২২ সালে ১৯ জুলাই শিবচরে ইউএনও হিসেবে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম। এর পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।

তিনি যোগদানের পরে ভ্রাম্যমান দণ্ডসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। নদী ভাঙন পরিবারের পাশেও দাঁড়িয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর রহমান জানান, অত্যন্ত দক্ষ একজন ইউএনও মো: রাজিবুল ইসলাম । তিনি তার কর্মদক্ষতায় উপজেলা পর্যায়ে কর্মকান্ড ও দায়িত্ব সুচারুরূপে পালন করে চলেছেন। তাই তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার  হয়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম জানান, শিবচর যোগদানের পর থেকেই সকল কাজে উপজেলাবাসীর সহযোগীতা পেয়েছি। এছাড়া, সব সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগীতা করেছেন। এ জন্য সবার নিকটই আমি কৃতজ্ঞ!

এদিকে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করায়  উপজেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ নানা পেশাজীবী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন রাজিবুল ইসলাম

আপডেট সময় : ১০:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে ’২০২৩ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন শিবচর ইউএনও মো. রাজিবুল ইসলাম।

রোববার (১৭ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা- কর্মচারী, ব্যাক্তি ও ব্যাক্তি প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলামকে শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়।

জানা যায়, ২০২২ সালে ১৯ জুলাই শিবচরে ইউএনও হিসেবে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম। এর পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।

তিনি যোগদানের পরে ভ্রাম্যমান দণ্ডসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। নদী ভাঙন পরিবারের পাশেও দাঁড়িয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর রহমান জানান, অত্যন্ত দক্ষ একজন ইউএনও মো: রাজিবুল ইসলাম । তিনি তার কর্মদক্ষতায় উপজেলা পর্যায়ে কর্মকান্ড ও দায়িত্ব সুচারুরূপে পালন করে চলেছেন। তাই তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার  হয়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম জানান, শিবচর যোগদানের পর থেকেই সকল কাজে উপজেলাবাসীর সহযোগীতা পেয়েছি। এছাড়া, সব সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগীতা করেছেন। এ জন্য সবার নিকটই আমি কৃতজ্ঞ!

এদিকে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করায়  উপজেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ নানা পেশাজীবী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।