// জুলফিকার বাবলু, মাদারগঞ্জ ( জামালপুর )প্রতিনিধি //
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী খাদ্য বিভাগ অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে। আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বালিজুড়ি খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, বালিজুড়ি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকতা শামীমা নাসরীন, রাইচ মিল মালিক সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ , মো: সেলিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বালিজুড়ি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকতা শামীমা নাসরীন জানান, এ বছর ১ হাজার ৩শ’ ২৮ টন বোরো ধান এবং ৫ জন মিলারের মাধ্যমে ৮শ’ ৬৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অ্যাপস ও লটারির মধ্যমে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান দিতে পারবেন।
প্রতি কেজি ৩০ টাকায় ধান, এবং ৪৪ টাকা কেজি চাল এর মূল্য দেয়া হবে। উপজেলার সাতটি ইউনিয়নের ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের কাছ থেকে এ বোরো ধান সংগ্রহ করা হচ্ছে।
বা/খ: এসআর।