ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাগুরার শালিখায় অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই : ২কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৪৬৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওয়াব আলী, মাগুরাঃ
গতকাল রাত আড়ায়টার দিকে শালিখার বুনাগাতী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে মুদি,ঔষধ,হার্ডওয়ার ও গোডাউনসহ ১০টি দোকান পুড়েছাই হয়ে গেছে।এ অগ্নি কান্ডে ক্ষতির পরিমান অন্তত ২ কোটি টাকা বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা। মাগুরা ফায়ার সার্ভিসের একটি টিম (১৩ জন) ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পোড়া ঘরের মধ্যে রয়েছে চন্দন কুন্ডু (মুদি ও তেল), বরুণ কুন্ডু (মুদি ও তেল), গৌতম দেবনাথ (কাপড়), শাহা আলম(ঔষধ), উজ্জল কুন্ডু (ঔষধ), দেবাশীষ (মুদি দোকান),মনু মিয়া (মোদি ও চাউল), প্রশিত ওরফে আন্টু কুন্ডু (মুদি ও চাউল), উজ্জ্বল শিকদার (চাউল) ও সুইট শিকদার (চাউল)। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর ও পিআইও মোঃ রাজীবুল ইসলাম ঘটনাস্থাল পরিদর্শণ, ক্ষতিগ্রস্থদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরুপণ করেন।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

মাগুরার শালিখায় অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই : ২কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
নওয়াব আলী, মাগুরাঃ
গতকাল রাত আড়ায়টার দিকে শালিখার বুনাগাতী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে মুদি,ঔষধ,হার্ডওয়ার ও গোডাউনসহ ১০টি দোকান পুড়েছাই হয়ে গেছে।এ অগ্নি কান্ডে ক্ষতির পরিমান অন্তত ২ কোটি টাকা বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা। মাগুরা ফায়ার সার্ভিসের একটি টিম (১৩ জন) ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পোড়া ঘরের মধ্যে রয়েছে চন্দন কুন্ডু (মুদি ও তেল), বরুণ কুন্ডু (মুদি ও তেল), গৌতম দেবনাথ (কাপড়), শাহা আলম(ঔষধ), উজ্জল কুন্ডু (ঔষধ), দেবাশীষ (মুদি দোকান),মনু মিয়া (মোদি ও চাউল), প্রশিত ওরফে আন্টু কুন্ডু (মুদি ও চাউল), উজ্জ্বল শিকদার (চাউল) ও সুইট শিকদার (চাউল)। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর ও পিআইও মোঃ রাজীবুল ইসলাম ঘটনাস্থাল পরিদর্শণ, ক্ষতিগ্রস্থদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরুপণ করেন।
বা/খ: এসআর।