গতকাল রাত আড়ায়টার দিকে শালিখার বুনাগাতী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে মুদি,ঔষধ,হার্ডওয়ার ও গোডাউনসহ ১০টি দোকান পুড়েছাই হয়ে গেছে।এ অগ্নি কান্ডে ক্ষতির পরিমান অন্তত ২ কোটি টাকা বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা। মাগুরা ফায়ার সার্ভিসের একটি টিম (১৩ জন) ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পোড়া ঘরের মধ্যে রয়েছে চন্দন কুন্ডু (মুদি ও তেল), বরুণ কুন্ডু (মুদি ও তেল), গৌতম দেবনাথ (কাপড়), শাহা আলম(ঔষধ), উজ্জল কুন্ডু (ঔষধ), দেবাশীষ (মুদি দোকান),মনু মিয়া (মোদি ও চাউল), প্রশিত ওরফে আন্টু কুন্ডু (মুদি ও চাউল), উজ্জ্বল শিকদার (চাউল) ও সুইট শিকদার (চাউল)। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর ও পিআইও মোঃ রাজীবুল ইসলাম ঘটনাস্থাল পরিদর্শণ, ক্ষতিগ্রস্থদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরুপণ করেন।