নওয়াব আলী, মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের আকসার চর গ্রামে নজির মোল্লার পুত্র দৃষ্টি প্রতিবন্ধী লিয়াকত মোল্লার বসত ঘরে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে তিনটি বসতঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর, তিনটি গরু, তিনটি ছাগলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র ও গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে।বর্তমানে তার বসতের জন্য খোলা আকাশ এক মাত্র ঠিকানা।
আগুন লাগার পর পরই মহম্মদপুর ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। অসাবধানতার কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাদের প্রাথমিক ধারনা।
বা/খ: জই