এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার মহিপুরে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিপুর ইউনিয়দ পরিষদ সংলগ্ন সংস্থাটির ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে নয়শত রোগীকে বিনামূল্যে রোগ নির্নয় করে মেডিসিন ও ফিজিও থেরাপি সেবা সামগ্রীসহ ঔষধ বিতরন করা হবে। আশা কলাপাড়া ব্রাঞ্চের সিনিয়র আর এম ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।