মহিপুরে ছোট ভাইয়ের কবজি বিচ্ছিন্ন করলো বড় ভাই
- আপডেট সময় : ১১:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৭৩ বার পড়া হয়েছে
প্রত্যক্ষদর্শী সেলিম মাল জানায়, গত শনিবার আবু মুন্সি তার আপন বড় দুই ভাই নাসির মুন্সি (৪৫), বশির মুন্সি (৪০) কে কুপিয়ে মারাত্মক জখম করেন। তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপরও আবু মুন্সি বড় দুই ভাইয়ের ছেলে মেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজসহ কুপিয়ে জখম করার হুমকি দিয়ে আসছে।
আবু মুন্সিকে উদ্ধার করে তার বাবা নূর আলী মুন্সীর হাতে সোপের্দ করা হলে সে বাড়ীতে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর সুনতে পাই আবু মুন্সির হাতের কব্দি কেটেছে। এর পর দ্রুত স্থানীয়রা উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা হাসপালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠিয়ে দেয়।
আবু মুন্সির বৃদ্ধা মা জোলেখা বিবি কান্না কণ্ঠে বলেন, আমার তিন ছেলে নাসির মুন্সি (৪৫), বশির মুন্সি (৪০), আবু মুন্সি ( ২৮) তিন জনই আজ হাসপাতালে। এই বৃদ্ধ বয়সে আমরা একটু শান্তিতে থাকতে পারলাম না। আমার ছোট ছেলে কাউকে মানে না ও কারো কথা শোনে না। আমার থাকার ঘর মেয়েরা তৈরি করে দিয়েছে সেই ঘরও ভেঙে ফেলতে চায় ছোট ছেলে আবু। কিছুই বলার নাই।
এ বিষয়ে মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন জানায়, প্রাথমিকভাবে হুকুমদাতা হিসেবে আবু মুন্সির বাবা নুর আলী মুন্সিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিচ্ছিন্ন কব্জি এখনো উদ্ধার করা যায়নি।