শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস ‘মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড-২০২৩’ এ ভূষিত হয়েছেন।
তিনি এ পুরস্কার অর্জন করায় বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সুজন শিকদার এবং সহকর্মীবৃন্দ ও কোমলমতি ছাত্রীদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে স্কুলের ম্যানেজিং কমিটি, কমলমতি ছাত্রী ও তাদের অভিভাবকদের সহযোগিতার কথা স্বীকার করেন। এ অর্জন সকলের বলে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন। তার এই অর্জনে মহম্মদপুরের বিভিন্ন ব্যক্তি ও মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।