মসজিদের তালা ভেংগে ব্যাটারি ও দান বাক্সের টাকা চুরি
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের তালা ভেঙ্গে সোলার ব্যাটারি ও দান বাক্সের টাকা চুরি হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মামুন মিয়া জানান, সোমবার জোহরের আযান দিতে গেলে মসজিদের মূল দরজার তালা খোলা অবস্থায় দেখে তার সন্দেহ হয়। পরে মসজিদের ভিতরে গিয়ে ৬টি দান বাক্স এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
এ সময় দান বাক্সের টাকা ও সোলারের ব্যাটারিও চোরেরা নিয়ে যায়। এ ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।
বাখ//আর