নেত্রকোণা জেলার কলমাকান্দা সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও সম্পাদক ইসলাম উদ্দীনের সঞ্চালনায় যৌথ সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনের সাংসদ মানু মজুমদার এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদ, গৌরাঙ্গ চন্দ্র দাস, সাইদুর রহমান, বজলুর রহমান, ইসমাইল হোসেন সিরাজী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পলাম কান্তি বিশ্বাস, আব্দুল আজীজ, সোহেল রানা, আওয়াল মিয়া, হেলাল উদ্দীন, অমিত রায়, তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমূখ।
বা/খ: এসআর।