মনিরামপুর উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত ৪
- আপডেট সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৪০ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুর উপজেলার পল্লীতে সন্ত্রাসী হামলায় ৪ জন মারাত্মকভাবে জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে বুধবার সন্ধ্যায়। জখম ক্রীতরা হলেন বাগডোবা গ্রামের মালয়েশিয়া প্রবাসী গোলাম রসুলের স্ত্রী আহিনুর বেগম (৪০), তার ছেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী শাকিল আহম্মেদ (১৯), মেয়ে সোনিয়া আক্তার (২২) ও জামাতা মিরাজুল ইসলাম (২৪)।
উল্লেখিত ঘটনায় আহত সোনিয়া খাতুন বাদি হয়ে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, মালয়েশিয়া প্রবাসী গোলাম রসুলের স্ত্রী আহিনুর বেগম (৪০) কে প্রতিবেশী রবিউল ইসলাম ওরফে নবুর আলী বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতেন। এঘটনাকে কেন্দ্র করে দু’পরিবারের মাঝে বিরোধ চলছিল।
যা মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে একই গ্রামের আয়ুব আলীর বাড়িতে শালিশি বৈঠক চলছিল। শালিশি বৈঠক চলাকালিন সময়ে রবিউল ইসলাম ওরফে নবুর আলী, হারান মোড়লের ছেলে আয়ুব আলী, ছহিরউদ্দিন, মহিরউদ্দিনগংরা তাদের উপর হামলা ও এলাপাতাড়ী মারপিট করে। এছাড়া কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাকিল হোসেনের গলা, মুখ ও পিঠে ধারালো চাকুদিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে।
পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা আহত পরিবারটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে জানতে খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি বলেন, থানায় করা অভিযোগের কপি তিনি এখনো হাতে পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাখ//আর