মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে গৌর চন্দ্র পাল (৪৫) নামে এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা মুন ব্রিকসের নিকট এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৌর চন্দ্র পাল প্রতিদিন ওই ভাটায় শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার কাজ শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভ্যান গাড়িতে উঠছিলো। এ সময় রাজগঞ্জমুখী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গৌর চন্দ্র উপজেলার চিনাটোলা গ্রামের মৃত. কার্ত্তিক পালের ছেলে।
বা/খ : এসআর।