মঠবাড়িয়ায় ৩ টি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি
- আপডেট সময় : ০২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৯৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের গুরুপ্তপূর্ণ ৩টি ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক, প্রভাষক মোতালেব হোসেন, মোঃ ফারুক হোসেন, জাতীয় পার্টি নেতা আলী রেজা রঞ্জু সাংবাদিক আবদুস সালাম আজাদী, জামাল এইচ আকন, জুলফিকার আমীন সোহেলসহ স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও সুধি সমাজের নেতৃবৃন্দ।
জানাগেছে, মঠবাড়িয়া-পাথরঘাটা অঞ্চলিক মহা সড়কে উপজেলার টিকিকাটা ইউনিয়নের মোল্লার হাট, গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ গুলিশাখালী ও মঠবাড়িয়া-পাথরঘাটা সীমানায় হোতখালী সিএন্ডবি বাজার ব্রিজটি বহু বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিকিপুর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দূর্ঘটনা। সম্প্রতি মোল্লার হাট ব্রিজে ইট বোঝাই ট্রাক আটকে প্রায় ১ দিন যান চলাচল বন্ধ থাকে। এ সড়কটি দিয়ে দেশের অন্যতম মৎস্য আহরণ ও সংরক্ষণ কেন্দ্র বরগুনা জেলার পাথরঘটার গাড়ী মঠবাড়িয়া হয়ে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। এ বিজ্র ৩টি স্টীল থেকে আরসিসি ব্রিজ নির্মাণ হলে এ এলাকার অর্থনৈতিক সাফলের পাশাপাশি সব শ্রেণীর লোক জনের সুবিধা হবে।
টিকিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বলেন, মোল্লার হাটে ব্রিজটি স্থায়ীভাবে নির্মান হলে পাথারঘাটার সকল যানবহন গুরিশাখালী-মঠবাড়িয়া হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্ভিগ্নে চলাচলা করতে পারবে।
হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াজুল আলম ঝনো বলেন, মঠবাড়িয়া উপজেলার এবং হলতা গুলিশাখালী ইউনিয়নের শেষ প্রান্তে পাশর্^বর্তী পাথারঘাটা উপজেলার শুরু হোতখালী সিএন্ডবি বাজার ব্রিজটি অত্যান্ত গুরুপ্তপূর্ণ। দেরীতে হলেও এ ব্রিজটি স্থায়ীভাবে নির্মাণ করার প্রস্তুতি গ্রহন কারায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজিকে ধন্যবাদ জানান।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আগামী জাতীয় নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বা/খ/রা