মঠবাড়িয়ায় সততার সাথে কাজ করতে পৌর কর্মচারীদের শপথ অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৬০৪ বার পড়া হয়েছে

// জুলফিকার আমীন সোহেল //
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় সকল প্রকার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের লক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট‘২৩ সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক।
এ সময় পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রাকিব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক। শপথ অনুষ্ঠানে পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির ৬৪ সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মি ও পৌর সভার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ বাক্যে বলা হয়, আমি মঠবাড়ীয়া পৌর কর্মচারী ইউনিয়নের একজন সদস্য হয়ে মহান আল্লাহ তালার নামে শপথ করিতেছি যে,আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করিব, আমার দায়িত্ব কালীন সময় আমি কারো উপর রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কারো কোন ক্ষতি করিব না। বাঙ্গালী জাতীর অবিসংবাদিত নেতা, মুক্তি যুদ্ধের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ায় নিজেকে নিয়োজিত রাখব। আমি বাংলাদেশ সংবিধান এবং পৌর কর্মচারী ইউনিয়নের গঠনতন্ত্র বিরোধী কোন কাজ করিব না এবং সংগঠনের স্বার্থে কোন গোপনীয় বিষয় কারো কাছে প্রকাশ করিব না। আমি সর্বদা পৌর কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসির সেবায় নিয়োজিত থাকিব। হে আল্লাহ আপনি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন।
পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে আসছি। দায়িতের মেয়াদ শেষ হলেও কর্মজীবনে সততা বজায় রাখবো। আমার ক্ষমতাকালে পৌর সভার সকল কর্মকর্তা-কর্মচারীদেরও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনেত তাগিদ দিয়ে আসছি। সে ধারাবাহিকতায় পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা শপথ করেছেন।