বাসের হেলপারের এক মাসের কারাদন্ড
মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে কিশোরীকে উত্ত্যক্ত
- আপডেট সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
// সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি //
পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে এক স্কুল পড়ুয়া কিশোরী (১৫) কে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বাসের হেলপার আবু সুফিয়ান ফকির (৩৫) কে এক মাসের কারাদন্ড দিয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই বাসের হেলপার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জয়নাল ফকিরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী বলেশ্বর পরিবহণ ( চট্রঃ মেট্রো ১৫-১৯৯৫) যাত্রীবাহী বাসে এক স্কুল ছাত্রী মঠবাড়িয়া যাচ্ছিল। মঠবাড়িয়ার সন্নিকটে আসায় ইতোমধ্যে বহু যাত্রী বাস থেকে নেমে গেছেন। সন্ধার দিকে উপজেলার ঝাইতলা নামক স্থানে বাসটি পৌছলে ওই কিশোরীর পাশের সিট খালি থাকায় বাসের হেলপার ফাকা সিটে বসে ওই স্কুল ছাত্রী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। বাসটি রাতে মঠবাড়িয়া পৌরসভার স্টেশনে পৌঁছালে যাত্রীরা বিষয়টি টহলরত পুলিশকে জানায়। পুলিশ ওই বাস হেলপারকে আটক করে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর কাছে হাজির করে। এ সময় অভিযুক্ত আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধির ৫০৯ ধারার অভিযোগে বাস হেলপারকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাসের হেলপার আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।