সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ নাসরিন জাহান ও তার প্রতিবেশী ফল বিক্রেতা সোনা মৃধা ও ৬ নং ওয়ার্ডের প্রবাসির স্ত্রী মিসেস সনিয়া বেগমের বাসার দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ মধ্যে পৌর শহরের ৫ ও ৬ নং ওয়ার্ডের এ সিরিজ চুরির ঘটনা ঘটেছে। দুর্ধর্ষ চোর সদস্যরা তালা ভেঙে নগদ টাকা ও লক্ষাধীক টাকার স্বর্ণলংকার নিয়ে গেছে বলে জানা গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
সংবাদ পেয়ে করেছেন মঠবাড়িয়া থানা ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ওসি অপরেশন আবদুল হালিম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। চুরি সংগঠিত হবার সময় ওই সকল পরিবারের সকল পরিবারের সদস্যরা তাদেও সন্তানদের প্রাইভেট পড়াতে ও বিভিন্ন কাজে বাসার বাহিরে ছিলেন। সময় ওই বাসায় কেউ ছিলেন না। এঘটনায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চোর চক্রটিকে আইনের আওতায় আনা হবে।
বা/খ: এসআর।