মঠবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৪ ব্যাক্তিকে জরিমানা
- আপডেট সময় : ১২:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৭ বার পড়া হয়েছে

// সোহেল,মঠবাড়িয়া প্রতিনিধি //
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছ শিকারে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৪ ব্যাক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগষ্ট) বিকালে পৌর শহরের বালুর মাঠে নিষিদ্ধ জালের বাজার বসলে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) পরিচালনা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৪ ব্যাক্তিকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্তরা হলেন- নাছির হোসেন (৫০), ফজলুল হক বেপারী (৭২), আবুল কালাম (৪৭) ও মোঃ আবুল হোসেন (৪২)।
জানা গেছে, কিছু অসাধু খুচরা ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে পৌর শহরের বালুর মাঠে নিষিদ্ধ জালের বাজার বসিয়ে ব্যাবসা করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ওই বালুর মাঠে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বহু ব্যবসায়ীরা তাদের মালামাল ফেলে পালিয়ে গেলেও ৪ ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে। এবং বিপুল পরিমানের অবৈধ জাল জব্দ করেন। পরে ওই নিষিদ্ধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বা/খ/রা