নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারের ওয়্যারলেস গেটে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেনÑ প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শ্রমিক মো. তারেক (২০), মো. শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান জানান, একটি ড্রামে ময়লা-আবর্জনা রখা ছিল। সেখানে বিস্ফোরণ ঘটেছে। কেন এই বিস্ফোরণ ঘটল তা তদন্তে ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল যাচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।