ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোলায় বা‌সচাপায় দুই ক‌লেজছাত্রীসহ তিনজন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ৪৬৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সংবাদদাতা: ভোলায় যাত্রীবা‌হী বা‌সের চাপায় বোরা‌কে থাকা দুই ক‌লেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলার দৌলতখান উপ‌জেলা বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নে সড়ক থে‌কে বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়‌কে আস‌লে বিপরীত দিক থে‌কে আসা চরফ‌্যাশনগামী এক‌টি দ্রুত যাত্রীবা‌হী বাস বোরাক‌টি‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় বোরা‌কের তিন যাত্রী। এছাড়াও এ ঘটনায় বোরা‌কের চালকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর বাস‌টি ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে গে‌ছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকীর হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌঁছে‌ছে। এ ছাড়াও বাস‌টি‌র চালক ও বাস‌টি জব্দের চেষ্টা চল‌ছে।

নিউজটি শেয়ার করুন

ভোলায় বা‌সচাপায় দুই ক‌লেজছাত্রীসহ তিনজন নিহত

আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

ভোলা সংবাদদাতা: ভোলায় যাত্রীবা‌হী বা‌সের চাপায় বোরা‌কে থাকা দুই ক‌লেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলার দৌলতখান উপ‌জেলা বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নে সড়ক থে‌কে বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়‌কে আস‌লে বিপরীত দিক থে‌কে আসা চরফ‌্যাশনগামী এক‌টি দ্রুত যাত্রীবা‌হী বাস বোরাক‌টি‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় বোরা‌কের তিন যাত্রী। এছাড়াও এ ঘটনায় বোরা‌কের চালকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর বাস‌টি ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে গে‌ছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকীর হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌঁছে‌ছে। এ ছাড়াও বাস‌টি‌র চালক ও বাস‌টি জব্দের চেষ্টা চল‌ছে।