ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোর থেকে রাজপথে কলকাতার নারীরা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার এক মাস পূর্ণ হলো আজ। অথচ তেমন কোন অগ্রগতি নেই এই মামলার। মামলার তদন্তভার গেছে পুলিশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইতে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করার পর থমকে আছে সবকিছু। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি করবে সিবিআই। তাই শুনানির আগের রাতে সুবিচারের দাবিতে রাজপথ আবার দখলে নেয় সব শ্রেণি পেশার মানুষ। রাত দখলের পাশাপাশি সোমবার ভোরও দখলে রাখে কলকাতার মেয়েরা। বিক্ষোভ হয়েছে ইউরোপ ও আমেরিকাসহ ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে। কর্মসূচি থেকে দাবি একটাই, ‘বিচার চাই’।

সন্ধ্যা থেকেই মিছিলে-গানে-স্লোগানে মুখর বিভিন্ন পথ। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে নিহত তরুণীর বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন হয়েছে। প্রায় ১৪ কিলোমিটার পথজুড়ে এই মানববন্ধন। এই দীর্ঘপথ হাতে হাত রেখে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নাগরিকরা।

বিক্ষোভ-মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ কলকাতার একাংশ। সেখান থেকেই রাতভর স্লোগান দিয়ে রাত দখল করেন বিক্ষোভকারীরা। শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর-নামের নতুন কর্মসূচিতে পাল্টে গেছে শ্লোগানও। বিক্ষোভকারীদের দাবি- ন্যায়বিচার দিতেই হবে। কলকাতার সাথে একাত্ম হয়ে বিভিন্ন জেলাশহরেও ‘রাত দখল’ কর্মসূচি পালন করেছে। রাত দখলের পাশাপাশি সোমবার ভোরও দখলে রাখে কলকাতার মেয়েরা।

এদিকে, আজ সুপ্রিম কোর্টে মামলার দ্বিতীয় শুনানি। গ্রেফতার এই একজনই কি এমন নৃশংস ঘটনার নেপথ্যে, নাকি হাত আছে আরও কারও? তার জবাব চাইছে গোটা রাজ্য, গোটা দেশ। ধর্ষণ ও হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই কী জানাবে? সিবিআই-ও কি কলকাতা পুলিশের মতোই বলবে মাত্র এক জনই খুন-ধর্ষণে জড়িত? না কি আরও কিছু নাম উঠে আসবে? কলকাতা পুলিশের বিরুদ্ধে কি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলবে সিবিআই? সিবিআইয়ের তদন্তের অগ্রগতির রিপোর্ট কি মুখবন্ধ খামেই বন্দি থাকবে? না কি তার কিছুটা প্রকাশ্যে আসবে? এই সব প্রশ্ন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা গোটা ভারত জুড়ে।

সুপ্রিম কোর্টের এই শুনানির আগে রবিবার গোটা দেশের বিভিন্ন শহরের সঙ্গে বিশ্বের ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন। সবাই দেখতে চাইছে, সুপ্রিম কোর্ট কি সোমবার আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি ও চিকিৎসক-তরুণীর মৃত্যুর যোগসূত্র নিয়ে সিবিআইয়ের সামনে প্রশ্ন তুলবে?

নিউজটি শেয়ার করুন

ভোর থেকে রাজপথে কলকাতার নারীরা

আপডেট সময় : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার এক মাস পূর্ণ হলো আজ। অথচ তেমন কোন অগ্রগতি নেই এই মামলার। মামলার তদন্তভার গেছে পুলিশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইতে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করার পর থমকে আছে সবকিছু। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি করবে সিবিআই। তাই শুনানির আগের রাতে সুবিচারের দাবিতে রাজপথ আবার দখলে নেয় সব শ্রেণি পেশার মানুষ। রাত দখলের পাশাপাশি সোমবার ভোরও দখলে রাখে কলকাতার মেয়েরা। বিক্ষোভ হয়েছে ইউরোপ ও আমেরিকাসহ ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে। কর্মসূচি থেকে দাবি একটাই, ‘বিচার চাই’।

সন্ধ্যা থেকেই মিছিলে-গানে-স্লোগানে মুখর বিভিন্ন পথ। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে নিহত তরুণীর বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন হয়েছে। প্রায় ১৪ কিলোমিটার পথজুড়ে এই মানববন্ধন। এই দীর্ঘপথ হাতে হাত রেখে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নাগরিকরা।

বিক্ষোভ-মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ কলকাতার একাংশ। সেখান থেকেই রাতভর স্লোগান দিয়ে রাত দখল করেন বিক্ষোভকারীরা। শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর-নামের নতুন কর্মসূচিতে পাল্টে গেছে শ্লোগানও। বিক্ষোভকারীদের দাবি- ন্যায়বিচার দিতেই হবে। কলকাতার সাথে একাত্ম হয়ে বিভিন্ন জেলাশহরেও ‘রাত দখল’ কর্মসূচি পালন করেছে। রাত দখলের পাশাপাশি সোমবার ভোরও দখলে রাখে কলকাতার মেয়েরা।

এদিকে, আজ সুপ্রিম কোর্টে মামলার দ্বিতীয় শুনানি। গ্রেফতার এই একজনই কি এমন নৃশংস ঘটনার নেপথ্যে, নাকি হাত আছে আরও কারও? তার জবাব চাইছে গোটা রাজ্য, গোটা দেশ। ধর্ষণ ও হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই কী জানাবে? সিবিআই-ও কি কলকাতা পুলিশের মতোই বলবে মাত্র এক জনই খুন-ধর্ষণে জড়িত? না কি আরও কিছু নাম উঠে আসবে? কলকাতা পুলিশের বিরুদ্ধে কি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলবে সিবিআই? সিবিআইয়ের তদন্তের অগ্রগতির রিপোর্ট কি মুখবন্ধ খামেই বন্দি থাকবে? না কি তার কিছুটা প্রকাশ্যে আসবে? এই সব প্রশ্ন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা গোটা ভারত জুড়ে।

সুপ্রিম কোর্টের এই শুনানির আগে রবিবার গোটা দেশের বিভিন্ন শহরের সঙ্গে বিশ্বের ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন। সবাই দেখতে চাইছে, সুপ্রিম কোর্ট কি সোমবার আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি ও চিকিৎসক-তরুণীর মৃত্যুর যোগসূত্র নিয়ে সিবিআইয়ের সামনে প্রশ্ন তুলবে?