বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে অর্থ হাতানোর অভিযোগে একজনকে আটক করেছে র্যাব-৫।
র্যাব জানায়, প্রাতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত বদলগাছী অভিযান পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে ১৮ মার্চ বিকাল ৩টায় নওগাঁ জেলার বাদলগাছী থানাধীন জিধিরপুর এলাকা হতে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা জিধিরপুর গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে হারুনুর রশিদকে(৪০) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মোঃ হারুন উর রশিদ ৩/৪ জনের সিন্ডিকেটের মূল হোতা। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সাথে জড়িত ছিল। মোঃ হারুন উর রশিদ প্রার্থীদের আশ্বস্ত করেন যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। এই সিন্ডিকেট কখনও কখনও অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে মোঃ হারুন উর রশিদ একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য অবৈধভাবে ১৩ লাখ টাকা নেন এবং একটি নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার পর প্রার্থী তার ভূয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করেন।
র্যাব-৫ এর একটি চৌকশ অভিযানিক দল কয়েকটি ভূয়া নিয়োগপত্রসহ তাকে গ্রেফতার করেন।
বা/খ: জই