ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভূমি অধিগ্রহণের অপেক্ষায় চৌহালী থানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫২৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় থানা কমপ্লেক্স ভাসমানের একযুগ। দীর্ঘদিন  ধরে উপজেলায় থানার দাপ্তরিক কার্যক্রম চলছে অস্থায়ী ভাবে। প্রথমে চৌহালী ডিগ্রি কলেজ বর্তমান ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে এতে পুলিশসহ জনগণের আকাশ সমান কষ্ট লাগবে দরকার অবকাঠামো নির্মাণ। থানা কমপ্লেক্স  নিজের পায়ে দাড়াক কর্তৃপক্ষের এমন জোরালো ভূমিকা নজরে না থাকায়
 ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে। ফলে প্রতিমাসে অতিরিক্ত ৬৫ হাজার টাকা গুনতে হচ্ছে। দীর্ঘ এক যুগ যমুনা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে যায় থানা কমপ্লেক্স। এর পর থেকেই কখনো কলেজে- কখনো ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে। নিজস্ব দপ্তর বিহীন পুলিশ প্রশাসনের কষ্ট আকাশ সমান।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে যমুনা নদীর কড়াল গ্রাসে বিলিন হয়ে যায় উপজেলা পরিষদ কমপ্লেক্স, হাসপাতাল কমপ্লেক্স, থানা কমপ্লেক্সসহ সকল স্থাপনা। ভাসমানে থানা কমপ্লেক্স বছরের পর বছর চলে যাচ্ছে তবুও ভবন নির্মাণের কোন কার্যকরী পদক্ষেপ নেই। ফলে ব্যাহত হচ্ছে থানা প্রশাসনিকসহ সকল সেবামুলক কর্মকান্ড।
উপজেলা প্রশাসন, থানা কর্তৃপক্ষ ও ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে চৌহালী কলেজে আশ্রয় নেয় থানা। চৌহালী থানা কর্তৃপক্ষ
শিক্ষার মানোন্নয়নে কলেজ ক্যাম্পাস ছেড়ে উঠেন ভাড়া বাড়িতে। স্মার্ট থানা কমপ্লেক্স নিজস্ব জমিতে গড়ে তুলতে কোদালিয়া মৌজায় জমির প্রস্তাবের আলোকে এখন ভুমি অধিগ্রহণের অপেক্ষায়। খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদ, থানা কমপ্লেক্স হাসপাতাল সহ সকল স্থাপনা একই স্থানে জমি ও ভবন নির্মান করা হলে ভারবে সেবামূলক কার্যক্রম, এতে বাঁচবে সময় কমবে ভোগান্তি।
এ ব্যাপারে জানতে চাইলে চৌহালী থানা অফিসার ইনচার্জ  ওসি শ্যামল কুমার দত্ত   জানান-  চৌহালী থানা কমপ্লেক্স নদীতে বিলিন হয়ে গেছে, কখনো কলেজ-কখনো ভাড়া বাড়িতে থানার দাপ্তরিক কাজ চলছে,  ভবন  নির্মাণে নিজস্ব জমি চয়েস ও প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ভুমি অধিগ্রহণ অগ্রগতি ও বাস্তবায়ন হবে। নিজস্ব জমি ও ভবন নির্মাণ করা হলেই সেবার মান আরও গতিশীল হবে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভার) শওকাত মেহেদী  সেতু জানান, শুনেছি সাজানো গোছানো উপজেলা পরিষদ কমপ্লেক্সে ও থানা কমপ্লেক্স ছিল, কালের স্রোতে হারিয়ে গেছে যমুনায়। আইনশৃংখলা ও দাপ্তরিক কাজে  কষ্ট লাগবে নিজস্ব জমি ও ভবনের দরকার। থানা স্টাফ ও জনগনের কষ্ট লাগবে থানার নিজস্ব  ভুমি অধিগ্রহণ ও অগ্রগতি খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ভূমি অধিগ্রহণের অপেক্ষায় চৌহালী থানা

আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় থানা কমপ্লেক্স ভাসমানের একযুগ। দীর্ঘদিন  ধরে উপজেলায় থানার দাপ্তরিক কার্যক্রম চলছে অস্থায়ী ভাবে। প্রথমে চৌহালী ডিগ্রি কলেজ বর্তমান ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে এতে পুলিশসহ জনগণের আকাশ সমান কষ্ট লাগবে দরকার অবকাঠামো নির্মাণ। থানা কমপ্লেক্স  নিজের পায়ে দাড়াক কর্তৃপক্ষের এমন জোরালো ভূমিকা নজরে না থাকায়
 ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে। ফলে প্রতিমাসে অতিরিক্ত ৬৫ হাজার টাকা গুনতে হচ্ছে। দীর্ঘ এক যুগ যমুনা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে যায় থানা কমপ্লেক্স। এর পর থেকেই কখনো কলেজে- কখনো ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে। নিজস্ব দপ্তর বিহীন পুলিশ প্রশাসনের কষ্ট আকাশ সমান।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে যমুনা নদীর কড়াল গ্রাসে বিলিন হয়ে যায় উপজেলা পরিষদ কমপ্লেক্স, হাসপাতাল কমপ্লেক্স, থানা কমপ্লেক্সসহ সকল স্থাপনা। ভাসমানে থানা কমপ্লেক্স বছরের পর বছর চলে যাচ্ছে তবুও ভবন নির্মাণের কোন কার্যকরী পদক্ষেপ নেই। ফলে ব্যাহত হচ্ছে থানা প্রশাসনিকসহ সকল সেবামুলক কর্মকান্ড।
উপজেলা প্রশাসন, থানা কর্তৃপক্ষ ও ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে চৌহালী কলেজে আশ্রয় নেয় থানা। চৌহালী থানা কর্তৃপক্ষ
শিক্ষার মানোন্নয়নে কলেজ ক্যাম্পাস ছেড়ে উঠেন ভাড়া বাড়িতে। স্মার্ট থানা কমপ্লেক্স নিজস্ব জমিতে গড়ে তুলতে কোদালিয়া মৌজায় জমির প্রস্তাবের আলোকে এখন ভুমি অধিগ্রহণের অপেক্ষায়। খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদ, থানা কমপ্লেক্স হাসপাতাল সহ সকল স্থাপনা একই স্থানে জমি ও ভবন নির্মান করা হলে ভারবে সেবামূলক কার্যক্রম, এতে বাঁচবে সময় কমবে ভোগান্তি।
এ ব্যাপারে জানতে চাইলে চৌহালী থানা অফিসার ইনচার্জ  ওসি শ্যামল কুমার দত্ত   জানান-  চৌহালী থানা কমপ্লেক্স নদীতে বিলিন হয়ে গেছে, কখনো কলেজ-কখনো ভাড়া বাড়িতে থানার দাপ্তরিক কাজ চলছে,  ভবন  নির্মাণে নিজস্ব জমি চয়েস ও প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ভুমি অধিগ্রহণ অগ্রগতি ও বাস্তবায়ন হবে। নিজস্ব জমি ও ভবন নির্মাণ করা হলেই সেবার মান আরও গতিশীল হবে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভার) শওকাত মেহেদী  সেতু জানান, শুনেছি সাজানো গোছানো উপজেলা পরিষদ কমপ্লেক্সে ও থানা কমপ্লেক্স ছিল, কালের স্রোতে হারিয়ে গেছে যমুনায়। আইনশৃংখলা ও দাপ্তরিক কাজে  কষ্ট লাগবে নিজস্ব জমি ও ভবনের দরকার। থানা স্টাফ ও জনগনের কষ্ট লাগবে থানার নিজস্ব  ভুমি অধিগ্রহণ ও অগ্রগতি খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ।