ভিডিও গেম সমাজে উস্কে দিচ্ছে সহিংসতা
- আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪১২ বার পড়া হয়েছে

ভার্চুয়াল জগতে কিছু কিছু ভিডিও গেমের মাধ্যমে সমাজ ও নারীর প্রতি সহিংসতাকে উস্কে দিচ্ছে গেমাররা। অপরাধীরা অপরাধ করতেও ব্যবহার করছে এ ধরনের ডিজিটাল গেমের ধারণাগুলো। অপরাধমূলক এসব ভিডিও গেম বন্ধে তদারকির ওপর জোর দিলেন প্রযুক্তিবিদরা।
প্রযুক্তি বিকাশে এখন কল্পনার জগত বা ভার্চুয়াল মাধ্যমে মানুষের বিচরণ অনেক বেশি। এই জগতের একটি বড় বিষয় ভিডিও গেম। যার ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ। গেমাররা এমন কিছু গেইম তৈরি করেছেন যেখানে নানা ধরনের সহিংতার ঘটনা ঘটতে দেখা যায়। এইসব ভিডিওতে নানা রকম অশালীন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে নারীদেরকে হেয় করা হচ্ছে।
অনলাইনে এসব ভিডিও লাখ এমনকি কোটি কোটি বার দেখা হচ্ছে। ভার্চুয়াল গেমের এমন একটি ফেইসবুক পেইজ হলো গোল্ডেন গেমিং ওয়াই টি। ভার্চুয়াল গেম গ্রান্ড থেফট অটো ভি (জিটিএভি)’র খেলাগুলো কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুকে গেমিং পেজ খুলে বাংলায় ধারাভাষ্য দিচ্ছে অশালীন ভাষায়।
আবার কিছু গেমের মাধ্যমে রীতিমত জুয়া চলে। যেখানে বাজি ধরা হয়। নতুবা খেলার আগেই বিনিয়োগ করতে হয়। তিনপাত্তি গোল্ড নামের একটি গেম দেশে নিষিদ্ধ হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও সক্রিয়ও।
ডিজিটাল গেমে আসক্তি সমাজে অপরাধ বাড়াচ্ছে। সম্প্রতি ব্রাক্ষ্মনবাড়িয়ায় বৃদ্ধ নিহতের ঘটনা এমনি একটি। ডিজিটাল প্লাটফর্মে গেমের নামে এইসব কন্টেট নিয়ে সমালোচনা মুখর তরুণ গেম নির্মাতা শেখ রবিন ইমন।
এ ধরনের পেইজ সাধারণের মধ্যে পৌঁছানোর আগেই যেন প্রতিরোধ করা যায় সেজন্য সাইবার জগতের তদারকি জোরদার ও দক্ষতা বাড়ানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীদেরও সতর্ক হবার পরামর্শ তাদের।