
নওয়াব আলী, মাগুরা প্রতিনিধি :
গত শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নাগরিকদের ভালো কাজকে উৎসাহিত করতে মাগুরা জেলা প্রশাসন কর্তৃক একটি অনন্য উদ্যোগের পথ চলা শুরু হলো। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মাগুরার কোন অধিবাসী যদি মাগুরায় কোন ভালো কাজ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন তাহলে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বীকৃতি (বিভিন্ন উপায়ে) দেয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উপস্থিত সকলের সামনে তাঁর এ উদ্যোগটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মো: সাইফুজ্জামান শিখর। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট বিনির্মাণে উত্তম কর্মে পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে মাগুরাকে প্রতিষ্ঠিত করতে আমাদের নাগরিকদের স্বীকৃতি প্রদানের এ উদ্যোগ সকলের সম্মিলিত সহযোগিতা ও অনুশীলনের মাধ্যমে বাস্তবায়ন করা সহজ হবে।
মাগুরার অধিবাসী যে কেউ তার ভালো কাজের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কার ও স্বীকৃতি গ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি কেক কাটা হয়। এছাড়া, এই অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২ব্যক্তি ও ১টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, মো: সজিব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শালিখা (তিনি তার অধীন তিনটি কৃষি ব্লকে শতভাগ পার্চিং সম্পন্ন করেন) এবং মো: সাদ্দাম হোসেন, বিশিষ্ট রক্তদাতা, যিনি এ পর্যন্ত ১৪ বছরে সর্বমোট ৪২ বার রক্ত দিয়েছেন,‘এক পেট আহার অত:পর হাসি’ (সেমিকোলন, দলগত অবদানের জন্য)। তারা অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষ খুঁজে বের করে তাদের একবেলা ভরপেট আহারের ব্যবস্থা করেন।
বা/খ: জই