ভারতে মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৫৬ বার পড়া হয়েছে
ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ রানে তা সমর্থন করার প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় আলেম-সমাজ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে বাবলা চত্বর থেকে মূল সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহালী সরকারি কলেজ এসে শেষ হয়।
এ সময় মিছিল শেষে বক্তব্য রাখেন, মাওলানা আশরাফ আলী, মাওলানা আফসার উদ্দিন,মোঃ জাবি উল্লাহ, মাওলানা সোলাইমান হোসেন, আবদুল হালিম, কাজী রুহুল আমিন ও আবদুল কদ্দুস আলী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) যাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সেই রাসুলের (সা.)-এর প্রতি যে অবমাননা করা হয়েছে তা কোনোদিনও ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিবেনা। তাই আমরা আলেম সমাজ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
তাঁরা বলেন, সারাবিশ্বের কোথাও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার হলে বাংলার মুসলমানরা বসে থাকবে না। তাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন নাতে রাসুল গেয়ে মহানবি (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান অংশগ্রহণকারীরা।
সভায় আরও বলেন , সারাবিশ্বের মুসলমানরা একটা দেহের মতো কোনো একটা অঙ্গ ব্যথা পেলে সারা দেহ ব্যথা পাই। আজ যেভাবে ভারতে মুসলমান ভাইবোনদের ওপর নির্যাতন-চালানো হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
বাখ//এস