ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের চন্দ্রযানের ল্যান্ডারের থ্রিডি ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৮৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের চন্দ্রযানের ল্যান্ডার ‘বিক্রম’র একটি রঙিন ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি প্রকাশ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) ইসরোর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে ছবিটি পোস্ট করা হয়।

ইসরো জানায়, চন্দ্রযানের রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম ‘স্লিপ মুডে’ যাওয়ার কয়েক দিন আগে এই ছবি তোলা হয়। বিক্রমের থেকে ১৫ মিটার দূরে গিয়ে প্রজ্ঞান ছবিটি তোলে। খালি চোখে ত্রিমাত্রিক ছবিটিকে সাদা-কালো মনে হলেও ‘ত্রি-ডি গ্লাস’ পরলে রঙিন দেখা যাবে।

ইসরোর আরও জানায়, ত্রিমাত্রিক ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান। নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে একবার বাঁ দিক থেকে এবং একবার ডান দিক থেকে তুলেছে। তারপর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবি, যেখানে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ন্যাভক্যাম স্টিরিয়ো ইমেজ প্রযুক্তির মাধ্যমে এই অ্যানাগ্লাফ ত্রিমাত্রিক ছবিটি প্রস্তুত করা হয়েছে। ত্রিমাত্রিক ছবির বাঁ দিকের অংশটি রেড চ্যানেলের মধ্যে এবং ডান দিকের অংশটি ব্লু এবং গ্রিন চ্যানেলে অবস্থান করছে। ইসরো জানিয়েছে, ত্রিমাত্রিক এই ছবি ভালোভাবে দেখার জন্য বিশেষ ধরনের গ্লাস বা চশমার প্রয়োজন।

চাঁদে এখন রাত। সে কারণে সোমবার সকাল ৮টার দিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘স্লিপ মুডে’ চলে গিয়েছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। বিক্রমের আগে ঘুম পাড়ানো হয়েছিল রোভার প্রজ্ঞানকেও।

আগামী ২২শে সেপ্টেম্বর চাঁদে আবার সূর্য উঠবে বলে মনে করা হচ্ছে। চাঁদে আলো ফুটলে ২২শে সেপ্টেম্বর প্রজ্ঞান ও বিক্রমকে জাগিয়ে তোলার চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

গত ২৩শে আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। অবতরণের কিছু পরে তার পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। সেটি ধীরে ধীরে চাঁদের মাটিতে ঘুরেছে। সেখান থেকে তথ্য ও নমুনা সংগ্রহ করে বিক্রমের মাধ্যমে তা আবার পৃথিবীতে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতের চন্দ্রযানের ল্যান্ডারের থ্রিডি ছবি প্রকাশ

আপডেট সময় : ১২:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

ভারতের চন্দ্রযানের ল্যান্ডার ‘বিক্রম’র একটি রঙিন ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি প্রকাশ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) ইসরোর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে ছবিটি পোস্ট করা হয়।

ইসরো জানায়, চন্দ্রযানের রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম ‘স্লিপ মুডে’ যাওয়ার কয়েক দিন আগে এই ছবি তোলা হয়। বিক্রমের থেকে ১৫ মিটার দূরে গিয়ে প্রজ্ঞান ছবিটি তোলে। খালি চোখে ত্রিমাত্রিক ছবিটিকে সাদা-কালো মনে হলেও ‘ত্রি-ডি গ্লাস’ পরলে রঙিন দেখা যাবে।

ইসরোর আরও জানায়, ত্রিমাত্রিক ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান। নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে একবার বাঁ দিক থেকে এবং একবার ডান দিক থেকে তুলেছে। তারপর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবি, যেখানে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ন্যাভক্যাম স্টিরিয়ো ইমেজ প্রযুক্তির মাধ্যমে এই অ্যানাগ্লাফ ত্রিমাত্রিক ছবিটি প্রস্তুত করা হয়েছে। ত্রিমাত্রিক ছবির বাঁ দিকের অংশটি রেড চ্যানেলের মধ্যে এবং ডান দিকের অংশটি ব্লু এবং গ্রিন চ্যানেলে অবস্থান করছে। ইসরো জানিয়েছে, ত্রিমাত্রিক এই ছবি ভালোভাবে দেখার জন্য বিশেষ ধরনের গ্লাস বা চশমার প্রয়োজন।

চাঁদে এখন রাত। সে কারণে সোমবার সকাল ৮টার দিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘স্লিপ মুডে’ চলে গিয়েছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। বিক্রমের আগে ঘুম পাড়ানো হয়েছিল রোভার প্রজ্ঞানকেও।

আগামী ২২শে সেপ্টেম্বর চাঁদে আবার সূর্য উঠবে বলে মনে করা হচ্ছে। চাঁদে আলো ফুটলে ২২শে সেপ্টেম্বর প্রজ্ঞান ও বিক্রমকে জাগিয়ে তোলার চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

গত ২৩শে আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। অবতরণের কিছু পরে তার পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। সেটি ধীরে ধীরে চাঁদের মাটিতে ঘুরেছে। সেখান থেকে তথ্য ও নমুনা সংগ্রহ করে বিক্রমের মাধ্যমে তা আবার পৃথিবীতে পাঠিয়েছে।