ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। ব্যাটে-বলে কোনও ইভেন্টেই ভারতীয়দের পরাস্ত করতে পারেনি বাংলাদেশ।
শনিবার (১১ মার্চ) গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই কনট্রাক্ট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন আগে ব্যাট করে বাংলাদেশ ১৬৯ রান সংগ্রহ করে। মো. মহিদুল ইসলাম ৫৪ বলে সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে ১৭০ রান সংগ্রহ করে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে মহিদুল ৫৪ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাজ্জাদ। তিনি ২৮ বলে ৩৪ রান সংগ্রহ করেন।
জবাবে ভারত মনোজ সং সরকারের ৫৯ বলে ১৫ চার ও ১ ছয় অপরাজিত ৭৭ রানের ইনিংসে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। আরেক ব্যাটার রমাভাট কোটেস ২৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
গত ৯ মার্চ থেকে মাঠে গড়া মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ভারত ১ উইকেট হারিয়ে ১৪৯ সংগ্রহ করে ম্যাচটি ৯ উইকেটে জিতে নেয়।
দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়। আগে ভারতকে বোলিংয়ে পাঠায় তারা। স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের ইনিংস ৫ উইকেটে ১৪৮ রানে গিয়ে থামে।
তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে গত রাতে টস জিতে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ভারত ১ উইকেট হারিয়ে ১৭০ রান টপকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।