ভাঙ্গুড়ায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
পাবনার ভাঙ্গুড়ায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ভাঙ্গুড়া বিএনপির তিনটি অংশ ও জামায়াত-শিবির পৃথক কর্মসূচি পালন করে।
পৌরসভার শরৎনগর বাজার এলাকা থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে। পরে শরৎনগর বাজার ধান হাটা, ইউনিয়ন পরিষদ চত্বর, মাছ বাজার ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে অবস্থান নেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় তারা-ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই হৈ হৈ রৈ রৈ, শেখ হাসিনা গেলো কই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দিয়েছি তো রক্ত, আর দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়-প্রভৃতি শ্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ।
অনুষ্ঠিত পৃথক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকান্ড, শাপলা চত্বর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে। এর দায় তিনি কোনভাবেই এড়াতে পারেন না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়ে তিনি এখন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। স্থানীয় আওয়ামী লীগের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলায় আমাদেরকে জেল খাটিয়েছেন। ঘরে ঘুমোতে দেন নাই। কোন অপরাধ না করেও দিনের পর দিন আমাদের পালিয়ে থাকতে হয়েছে। তারপরও আমরা প্রতিশোধ নেইনি। কিন্তু এখন কোন প্রকার ষড়যন্ত্র করলে তা আর সহ্য করা হবে না।
বাখ//আর