রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী 

ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না’-প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। ভবদহ সমস্যা বহু বছরের সমস্যা। এরআগে ১৯৬১, ১৯৮০,২০০১ ও ২০১৩ সালে বেশ কয়েকটি প্রকল্প গ্রহন করা হয়েছে। কিন্তু বিভক্ত দুটি গ্রুপের কারণে স্থায়ী সমাধান হয়নি। পাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আংশিক সমাধান হলেও পুরোপুরি সমাধান হচ্ছে না। তবে অচিরেই ভবদহের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

সোমবার দুপুরে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার ভবদহ স্লুইচগেট ‘যশোর জেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দ্রুত নিরসনকল্পে পাম্প স্থাপন প্রকল্প’ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। যশোর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রকল্পটির যৌথভাবে উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

স্থানীয় প্রাক্তন চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, এলাকার মানুষের দুঃখ দূরদর্শার লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহন করেছেন। ভবদহ স্লুইস গেটের উত্তরের ২৭ বিলের পানি প্রবাহ না থাকায় মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতায় ভূগছে। আশাকরা হচ্ছে, খুব শীঘ্রই এর স্থানী সমাধান করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভবদহ পানি নিরসন কমিটির আহবায়ক এনামুল হক বাবুল, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম ও ভবদহ পানি নিঃস্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস প্রমূখ।

 

বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *