ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ
- আপডেট সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ৪২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
প্রচণ্ড চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বাংলাদেশ সময় সাতটার কিছু আগে তিনি এ ঘোষণা দেন। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দলীয় নির্বাচনের মাধ্যমে দলীয় প্রধান তথা প্রধানমন্ত্রী হন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহের মাথায় আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।
এদিন প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে পদত্যাগের বিষয়টি জানান তিনি। এর আগে লিজ ট্রাস বৃহস্পতিবার দুপুরে গুরুত্বপূর্ণ ১৯২২ কমিটির সঙ্গে বৈঠক করেন। তারপর ডাউনিং স্ট্রিটে এ ঘোষণা দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি ক্ষমতাসীন দলের একের পর এক এমপি অনাস্থা প্রকাশ করেন। ১২ জনের বেশি এমপি এ তালিকায় নাম লিখিয়েছেন, যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে।
লিজ ট্রাস বলেন, তিনি আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। বিষয়টি রাজা তৃতীয় চার্লসকেও অবহিত করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, আমি স্বীকার করছি… যে প্রতিশ্রুতির ভিত্তিতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছিলাম, তা দিতে পারবো না। ট্রাস বলেন, তিনি বিশাল অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।