বিনোদন ডেস্ক :
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার পাশাপাশি তিনি সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন।
ব্যায়ামের ছবিও যে মুগ্ধতা ছড়াতে পারে তা প্রমাণ করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি ব্যায়াম করার সময়ের নজরকাড়া ছবি প্রকাশ করেছেন তার ফেসবুকে। ভাবনার ব্যায়ামের নান্দনিক এ ছবি দেখে অভিভূত তার ভক্তরা। তিনি ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম করেন বলে জানা গেছে।
ভাবনার ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। ছবিগুলোতে দেখা গেছে, নিজের বাড়ির ছাদে প্রাকৃতিক পরিবেশে যোগ ব্যায়াম করছেন ভাবনা। পরনে কালো রঙের শর্ট প্যান্ট এবং একটি হট পিংক কালারের টপস। ব্যায়ামের প্রতিটি ছবি থেকেই যেন সৌন্দর্য ঝরে পড়ছে ভাবনার। এক অনন্য রূপে নিজেকে মেলে ধরেছেন মিষ্টি রোদে।
ফেসবুকে প্রকাশ করা এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন ভাবনার ভক্তরা। এই ছবি পোস্ট করে ভাবনা স্ট্যাটাসে লিখেছেন, ‘ইয়াস, ওয়েনসডে মোটিভেশন’।
এদিকে ভাবনা তার বাবার পরিচালনায় একটি ছবিতে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে ভাবনা বলেন, বাবার সঙ্গে প্রথমবার কাজ করছি। শুরুতে এ নিয়ে ভয়ে ছিলাম। বাবার সঙ্গে আসলেই কি কাজ করতে পারব-এমন চিন্তায় ছিলাম। কিন্তু যখন কাজ শুরু করেছি তখন মনে হয়েছে আরও আগে কেনো কাজ করলাম না বাবার সঙ্গে। বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো। এ কথা ভাষায় প্রকাশ করতে পারব না।
ভাবনা বর্তমানে তার বাবা হাবিবুল ইসলামের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে রাজবাড়ীতে শুরু হয়েছে ‘যাপিত জীবন’-এর দৃশ্যধারণ। ১৯৪৭ সালের দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।
প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস থেকে ভাবনার এ ছবির চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের অনুদান পাওয়া এ ছবিতে অভিনয় করছেন আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ প্রমুখ।