বোয়ালখালী উপনির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগে আ.লীগ নেতৃবৃন্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৪১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি :
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষেবাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম’র নৌকা প্রতীকের সমর্থনে গগণসংযোগ করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
১০ মার্চ শুক্রবার বিকেলে নৌকা প্রতীকের সমর্থনে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট থেকে গণসংযোগ পথে সভা হয়ে গোমদন্ডী ফুলতলা, শাকপুরা, বেঙ্গুরা, দাশের দিঘীরপাড়, কালাইয়ারহাট, কানুনগো পাড়া, জোটপুকুর পাড়, হাজিরহাট, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে শেষ হয়। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সহ-সভাপতি এস এম আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিয়ষক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য সম্পাদক আবদুল কাদের সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও নৌকার প্রার্থী রেজাউল করিম রাজা মিয়া, ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শফিকুল আলম, নুরুল আবছার, আবদুর রউফ, সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, রিদুয়ানুল হক টিপু, আব্দুল ওদুদ, হাজি জানে আলম, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হক, সাবেক আইন বিয়ষক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মুরাদ, দপ্তর সম্পাদক আলমগীর মোরশেদ বাবু, বেলাল হোসেন চেয়ারম্যান, আবুল মোকাররম, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, কাজল দে চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগ সভাপতি শফিউল আলম, সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবদুল মান্নান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারন সম্পাদক সাইদুল আলম, আবদুল্লাহ আল নোমান, আবদুল হারুন রিপন, ওয়ার্ড আ লীগের সাধারন সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, একরামুল হক মুন্না, মাহাবুবুল আলম রাসেল, জাবেদ হোসেন, শেখ আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাত্রলীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাউল করিম রাজাকে নৌকা প্রতীক মনোনীত করেছেন বোয়ালখালীতে। নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, বোয়ালখালীর উন্নয়নের দায়িত্ব এখন রেজাউল করিম রাজা মিয়ার। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৬ মার্চ, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোট জয় করব ইনশাআল্লাহ।
বা/খ: এসআর।