বেড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে বন বিভাগের গাছ কর্তনের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে

বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে বন বিভাগ এর তিনটি গাছ কাটা হয়েছে। এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চাকলা ইউনিয়ন ৮নং ওয়ার্ড কুশিয়ারা মহল্লার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে শরিফের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে। সোমবার ১৭ অক্টোবর এলাকাবাসীর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে সরকারি গাছ কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মকতা,বন কমর্কতা ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেনের হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক গাছ কাটার উদ্দেশ্যে কাটা শুরু করলে তিনটি ইউ ক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে। জানতে চাইলে অভিযুক্ত শরিফ বলেন, জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের কিন্তু গাছ গুলো রোপন করেছি আমরা, তাই কাটতে ছিলাম। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এর লোক এসে বাধা দেওয়াতে আমরা আর গাছ কাটছি না। কাটা এ গাছগুলো বন কর্মকতার হস্তক্ষেপে উপজেলায় জমা দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বন কর্মকতা বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদের জানালে আমরা গিয়ে কাটা গাছ উদ্ধার করে আমাদের হস্তক্ষেপে সাঁথিয়া অফিসে রাখা হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।