সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে মুকুন্দগাতী বাজারে বণিক সমিতির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুকুন্দগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বণিক সমিতির সাথে পৌরমেয়রের সমন্বয়হীনতার অভাবে বাজারের উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও মেয়রের কিছু হঠকারী সিদ্ধান্তে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে বিপাকে পড়ছি। ইতিপূর্বে বাজারের বেশকিছু বৈধ জায়গায় অবৈধভাবে মেয়র নোটিশ জারি করে তাদের স্থাপনা ভেঙে দেয়ার পায়তারা করেছে। যেটি কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরো বলেন, ইতিপূর্বে হকার মার্কেটে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা প্রশাসনের সহায়তা চাই। কিন্তু এ সময় দেখা যায় মেয়র মহোদয় উল্টো অপরাধকারীদের বাচানোর অপচেষ্টা করেন। এছাড়াও আমাদের বণিক সমিতির সদস্যদের সাথে দিনে দুপুরে লোকসম্মুখে তিনি অকথ্য ভাষায় গালাগালি ও সম্মানহানির ঘটনা ঘটিয়েছেন। বণিক সমিতি সমবায় অফিস কর্তৃক একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। অথচ এই প্রতিষ্ঠানের নির্বাচনকে বানচাল করার জন্য মেয়র মহোদয় সর্বাত্মক অপচেষ্টা করছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি হাজী তোফাজ্জল প্রামানিক, সহ-সভাপতি মহর আলী প্রামানিক, পরিচালক মোহাম্মদ আলী, আব্দুল আলিম, মুকুল মোল্লা, রফিকুল ইসলামসহ বণিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
এ বিষয়ে পৌরমেয়র সাজ্জাদুল হক রেজার সাথে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।