প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৬:১৩ পি.এম
বেলকুচি পৌরসভায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র রেজা
// সিরাজগন্জ প্রতিনিধি //
সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভা এলাকায় মশার উপদ্রব ঠেকাতে ঔষধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) শুরু করা হয়েছে।
পৌরসভার রাজস্ব তহবিলের অর্থায়নে ৯টি ওয়ার্ডে মশা নিধনে পর্যায়ক্রমে স্প্রে কার্যক্রম করা হবে। ৪নং ওয়ার্ডের বেলকুচি থানা এলাকায় মশা মারতে নিজেই মাঠে নামেন মেয়র রেজা।
বুধবার (১৩সেপ্টম্বর) বিকেলে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন, পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ ময় পৌর কাউন্সিলর ফজলুর রহমান (ফজল) পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা মো:আমিনুজ্জামান,পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ হোসেন,তরুন সমাজ সেবক রাতুল ভূইয়া, বেলকুচি প্রেস ক্লাবের সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেয়র রেজা পৌরবাসির উদ্দেশে বলেন, মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে এবং এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন,শহর-বাজারের দোকান, বাড়ি বা স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। চারপাশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরিবারসহ নিজে সুরক্ষিত থাকুন, প্রতিবেশিকেও সুরক্ষিত রাখুন।
বা/খ/রা
প্রকাশক
মানিক কুমার সরকার
সম্পাদক
শামছুর রহমান শিশির
Copyright © 2023 বাংলা খবর. All rights reserved.