বেলকুচিতে হাইব্রিড হটলে উন্নয়ন হবে হাইব্রিড থাকলে উন্নয়ন হবে না : মেয়র রেজা
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ২১২০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন চেয়ে এবং জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনার আহ্বান জানিয়ে নির্বাচনী পথসভা করা হয়েছে।
সোমবার (২অক্টোবর) বিকালে এনায়েতপু থানার দৌলতপুর আঞ্চলিক ইউনিয়নের গোপরেখী এলাকার ফুটানী মার্কেটে, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আমিরুল ইসলামের সঞ্চালনায় (সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার নির্বাচনী পথসভা করা হয়।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, মমিন মন্ডল জনগণের এমপি নয় তিনি তার ফ্যামীলি এবং নিজ ব্যাবসা প্রসারের এমপি, আর যদি জনগণের সেবক হিসেবে এমপি হতেন তাহলে জনগণের সাথে থাকতেন, প্রায় পাচ বছর ক্ষমতা থাকা কালীন সময় বেলকুচি চৌহালীর কোন উন্নয়ন হয়নি,
তিনি জনবিচ্ছিন্ন এক জন সংসদ সদস্য বেলকুচিতে যে সমস্থ দলীয় মিটিং করেছেন শত শত পুলিশ পাহারায় বহিরাগত লোক জনকে টাকা দিয়ে ভাড়া করে এনে মিটিং করেছেন, তার সাথে যে সমস্থ লোকজন থাকে তাদের অধিকাংশই জামাত বিএনপি। এতেই বোঝা যায় তিনি জনগণের এমপি নয়। তিনি আরও বলেন মমিন মন্ডল বেলকুচির আ’লীগকে ভেঙ্গে খন্ডবিখন্ডীত করেছেন, নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা করেছেন, এতে কি বোঝায় জনগণের সেবা করেছেন নাকি দলের বিভাজন শৃষ্টি করেছে। তিনি আরও বলেন বেলকুচি থেকে এই হাইব্রিড হটালে উন্নয়ন হবে, হাইব্রিড থাকলে কোন উন্নয়ন হবে না। আমার জনসভায় পুলিশ লাগে না, লোক ভাড়া করে আনতে হয় না দলের নেতা কর্মীরা আমাকে ভালবেসে সতস্ফুর্ত হয়ে জনসভাকে সাফল্য মন্ডিত করেন।
এ সময় উপস্থিত আ’লীগ যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বক্তব্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করে বলেন, মেয়র রেজার মত জনবান্ধন নেতাকে সিরাজগঞ্জ -৫ বেলকুচি-চৌহালীতে মনোনয়ন দিলে এই আসনে উন্নয়ন হবে সাধারণ অসহায় দু:খী মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়ের কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
বাখ//আর